মুন্সীগঞ্জ: একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে মুন্সীগঞ্জের পুরাতন কাচারী এলাকায় কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পন করা হয়েছে।
রাত ১২টা ১মিনিটে জেলা প্রশাসন পুষ্পস্তবক অর্পন শেষে আনুষ্ঠানিকতা শুরু করে।
এরপর জেলা পুলিশ বিভাগ, জেলা পরিষদ, জেলা আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, মুক্তিযোদ্ধা সংসদ জেলা শাখা, মুন্সীগঞ্জ প্রেসক্লাব, সরকারি হরগঙ্গা কলেজসহ বিভিন্ন সরকারি দফতর, স্কুল-কলেজ সংগঠন পর্যায়ক্রমে ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে পুষ্পস্তবক অর্পন করেছে।
পুষ্পস্তবক অর্পনকালে মুন্সীগঞ্জ শহরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্ত্বরে শত শত মানুষের ঢল নামে।
এ সময় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ শেখ লুৎফর রহমান, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ও সদর উপজেলা চেয়ারম্যান মো. আনিছুজ্জামান আনিছ, ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি মো. জামাল হোসেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. তোফাজ্জল হোসেন, কেন্দ্রীয় আ’লীগ নেতা ফয়সাল আহমেদ বিপ্লব, জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি মতিউল ইসলাম হিরু, জাতীয় পার্টির সাধারণ সম্পাদক কুতুবউদ্দিন আহমেদ, মুন্সীগঞ্জ প্রেসক্লাব সভাপতি শহীদ-ই-হাসান তুহিন, সাধারণ সম্পাদক কাজী দীপু প্রমুখ নেতারা উপস্থিত ছিলেন।
এছাড়া জেলা প্রশাসনের কর্মকর্তা ও পুলিশের বিভাগের কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংস্কৃতিক কর্মী, ছাত্রছাত্রীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ০৫৪৬ ঘণ্টা, ফেব্রয়ারি ২১, ২০১৫