সিলেট: হৃদয় নিঙড়ানো ভালোবাসায় ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানাতে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে নেমেছে মানুষের ঢল।
একুশের প্রথম প্রহরে বাংলা বর্ণমালার সৈনিকদের অবদান ও সংগ্রামের দিনগুলিকে স্মরণ করতে লাখো মানুষের ঢল নামে নগরীর চৌহাট্টার কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে।
একুশের প্রথম প্রহরে হাজারো মানুষের আগমনে জেগে উঠে স্মৃতির মিনার। মনোরম আল্পনা আঁকা পথ মাড়িয়ে শহীদ মিনার প্রাঙ্গণে ভিড় করেন তারা। দীর্ঘ সারিতে দাঁড়িয়ে শহীদ মিনারের বেদীতে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেন সর্বস্তরের মানুষ। ফলে অল্পক্ষণেই ফুলে ফুলে ঢেকে যায় শহীদ মিনারের বেদী।
রাত ১২টা এক মিনিটে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদ মিনার বাস্তবায়ন কমিটি’র পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শ্রদ্ধা নিবেদন শুরু হয়। এরপর পুষ্পস্তবক অর্পণ করেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সিলেট জেলা ও মহানগর ইউনিটের নেতৃবৃন্দ। মুক্তিযোদ্ধা সংসদের পর অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের পক্ষে আওয়ামী লীগ নেতৃবৃন্দ শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেন।
এরপর সিলেট সিটি কর্পোরেশনের পক্ষে প্রধান নির্বাহী কর্মকর্তা ও কাউন্সিলরবৃন্দ, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বিভাগীয় কমিশনার, সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার, ডিআইজি সিলেট রেঞ্জ, সিলেট জেলা প্রশাসক, জেলা পরিষদ প্রশাসক, ভারতের শিলচর থেকে আগত প্রতিনিধি দল, পুলিশ সুপার, সদর উপজেলা চেয়ারম্যান, সিলেট শিক্ষাবোর্ড চেয়ারম্যান, আর আর এফ কমান্ড্যান্ট, আর্মড ব্যাটালিয়ন পুলিশ, আনসার ভিডিপি, বন কর্মকর্তা, সিলেট চেম্বার প্রশাসক, সিলেট প্রেসক্লাব, জেলা প্রেসক্লাব নেতৃবৃন্দ পুষ্পস্তবক অর্পণ করেন।
শহীদ বেদীতে আরো পুষ্পার্ঘ্য অর্পণ করে-জেলা ও মহানগর আওয়ামী লীগ, জেলা ও মহানগর বিএনপি, জাসদ, বাসদ, গণতন্ত্রী পার্টি, জনতা পার্টি, মহিলা আওয়ামী লীগ, জেলা ও মহানগর ছাত্রলীগ, ছাত্রফ্রন্ট, সম্মিলিত সাংস্কৃতিক জোটসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।
এছাড়া দৈনিক সিলেটের ডাক, দৈনিক শ্যামল সিলেট, দৈনিক উত্তরপূর্ব, দৈনিক সবুজ সিলেট, সিলেট স্টেশন ক্লাব, সিলেট ক্লাব লিমিটেড, সম্মিলিত সাংস্কৃতিক জোট, জালালাবাদ গ্যাস সিবিএ, ছাত্র যুব ঐক্য পরিষদ, ছাত্র কল্যাণ পরিষদ, আওয়ামী প্রজন্মলীগ, সড়ক ও জনপথ, সম্মিলিত সাংস্কৃতিক জোট, কবি দিলওয়ার পরিষদ, শ্রী শ্রী হরিভক্তি প্রচারণী সভা, ১৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ, এশিয়া ছিন্নমূল সংস্থা, তাহিরপুর সমিতি, সিলেট নেপাল সমিতি, জেলা আইনজীবী সমিতি, যুবলীগ জেলা ও মহানগর, মানবাধিকার কমিশন সিলেট শাখা, আওয়ামী আইনজীবী পরিষদসহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠন শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন।
এদিকে, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শহীদ মিনার ও আশপাশের এলাকায় সিলেট মহানগর পুলিশের পক্ষ থেকে কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। রাত ১০টার পর থেকেই বন্ধ করে দেওয়া হয় শহীদ মিনারের সামনের সড়কে যান চলাচল। আইনশৃঙ্খলা রক্ষার্থে শহীদ মিনার এলাকায় বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়। পাশাপাশি র্যাব ও সাদা পোশাকধারী বিভিন্ন সংস্থার সদস্যরাও নিরাপত্তার জন্য নিয়োজিত ছিলো।
বাংলাদেশ সময়: ০৬১৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০১৫