ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

ভোলায় শহীদ দিবস-আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শ্রদ্ধা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০১৫
ভোলায় শহীদ দিবস-আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শ্রদ্ধা

ভোলা: ২১ ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভোলায় কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পার্ঘ অর্পণ করেছে জেলা ও উপজেলা প্রশাসনসহ বিভিন্ন সংগঠন।

দিনের প্রথম প্রহরে সরকারি স্কুল মাঠের শহীদ মিনারে এ পুষ্পার্ঘ অর্পণ করা হয়।



শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দিনগত রাত ১২টা এক মিনিটে পুষ্পার্ঘ অর্পন করেন ভোলা জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন, জেলা মুক্তিযোদ্ধা সংসদ, জেলা আওয়ামী লীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, লেডিস ক্লাস, জেলা জজ কোর্ট, জেলা পুলিশ, আইনজীবী সমিতি, ভোলা প্রেসক্লাব, সদর মডেল থানা, ভোলা থিয়েটার, জেলা পরিষদ, জেলা শিল্পকলা একাডেমীসহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান ও দপ্তরের অন্তত ৩০টি সংগঠনের পক্ষ থেকে শহীদ মিনারে পুষ্পার্ঘ অর্পণ করা হয়।

এ সময় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, জেলা প্রশাসক মো. সেলিম রেজা, জেলা পরিষদ প্রশাসক আব্দুল মমিন টলু।
 
উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোশারেফ হোসেন, সহকারী পুলিশ সুপার রামানন্দ সরকার, জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নজরুল হক অনু, মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার দোস্ত মাহমুদ, ডেপুটি কমান্ডার শফিকুল ইসলাম প্রমুখ।

উপস্থাপনা করেন সাংস্কৃতিক কর্মী তালহা তালুকদার বাধন।
এছাড়াও সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান প্রধানসহ সর্বস্তরের মানুষ এতে অংশগ্রহণ করেন। পুষ্পস্তবক অর্পণ করা হয় বিভিন্ন ক্লাব ও ব্যক্তিদের উদ্যোগেও।

এছাড়া ভোলা প্রেসক্লাবে কর্মরত সাংবাদিকরাও শ্রদ্ধা নিবেদন করেন।

বাংলাদেশ সময়: ০৬৩১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।