কেন্দ্রীয় শহীদ মিনার থেকে: একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়েছে দেশের বৃহত্তম শিল্প গোষ্ঠী বসুন্ধরা গ্রুপ।
২১শে ফেব্রুয়ারি শনিবার ভোর তিনটা ২১মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনারের বেদিতে গ্রুপের একটি প্রতিনিধি দল পুস্তস্তবক অর্পণ করেন।
এসময় বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যানের উপদেষ্টা মেজর জেনারেল (অব.) মাহবুব হায়দার খান, প্রেস অ্যান্ড মিডিয়া উপদেষ্টা আবু তৈয়ব, ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের প্রকাশক ময়নাল হোসেন চৌধুরী, জনসংযোগ বিষয়ক উপদেষ্টা কর্নেল (অব.) খন্দকার আবদুল ওয়াহেদ, নির্বাহী পরিচালক ক্যাপ্টেন (অব.) শেখ এহসান রেজা প্রমুখ উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ০৬৫১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০১৫।