ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

ঐক্যবদ্ধভাবে চলমান সংকট উত্তরণ করতে হবে

বাংলানিউজ টিম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০১৫
ঐক্যবদ্ধভাবে চলমান সংকট উত্তরণ করতে হবে

শহীদ বেদি থেকে: ঐক্যবদ্ধভাবে চলমান সংকট উত্তরণ করতে হবে বলে মন্তব্য করেছেন র‌্যাবের মহাপরিচালক (ডিজি) বেনজির আহমেদ।

শনিবার (২১ ফেব্রুয়ারি) সকাল সোয়া ১০টায় কেন্দ্রীয় শহীদ মিনারে র‌্যাবের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।



বেনজির আহমেদ বলেন, ভাষা আন্দোলনের চেতনায় আগামীর সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে হবে। একুশের চেতনায় শহীদ মিনার এলাকায় সর্বস্তরের মানুষ শান্তিপূর্ণভাবে শ্রদ্ধা নিবেদন করছেন। এজন্য র‌্যাবের পক্ষ থেকে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১০২৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।