ঢাকা: ফাঁসির দণ্ডপ্রাপ্ত জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মোহাম্মদ কামারুজ্জামানের সঙ্গে সাক্ষাৎ করেছেন তার আইনজীবীরা। সাক্ষাৎ শেষে অ্যাডভোকেট মোহাম্মদ তাজুল ইসলাম সাংবাদিকদের জানান, আপিল বিভাগের চূড়ান্ত রায়ের বিরুদ্ধে রিভিউ আবেদন করতে বলেছেন তিনি।
শনিবার (২১ ফেব্রুয়ারি) সকাল ১০টা ২৫ মিনিটে কামারুজ্জামানের আইনজীবীরা কারাগারের ভেতর প্রবেশ করেন। এরপর তারা সেখানে কামারুজ্জামানের সঙ্গে ৩০ মিনিট আলোচন করেছেন।
অ্যাডভোকেট মোহাম্মদ তাজুল ইসলাম জানান, কামারুজ্জামান বলেছেন, ‘আমি সম্পূর্ণ নির্দোষ, একাত্তরের মুক্তিযুদ্ধকালে আমি এইচএসসি শিক্ষার্থী ছিলাম। আমার দৃঢ় বিশ্বাস রিভিউ আবেদনে আমি খালাস পাব। ’
‘সুপ্রিম কোর্টের একজন বিচারপতি এই রায়ের বিপক্ষে ছিলেন, তিনি যা যা যুক্তি দেখিয়েছেন, বিচার প্রক্রিয়ায় যেসব ভুল হয়েছে তা তুলে ধরে রিভিউ আবদন করা হবে’, কামারুজ্জামানের বরাত দিয়ে অ্যাডভোকেট তাজুল ইসলাম জানান।
নির্ধারিত ১৫ দিন সময়সীমার মধ্যেই রিভিউ আবেদন করা হবে বলেও জানান তাজুল ইসলাম। তবে কামারুজ্জামান রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা চাওয়ার কথা ভাবছেন না বলেও জানান তার আইনজীবী।
গত বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কামারুজ্জামানের মৃত্যু পরোয়ানা কারাগারে পাঠান। আর এ পরোয়ানা পাঠ করে শোনানোর পর কামারুজ্জামান তার আইনজীবীদের সঙ্গে দেখা করার আগ্রহ প্রকাশ করেন।
কামারুজ্জামানের আগ্রহ অনুযায়ী শনিবার সকালে আইনজীবীরা তার সঙ্গে কারাগারে সাক্ষাৎ করতে যান।
সাক্ষাত করতে যাওয়া আইনজীবীরা হলেন, অ্যাডভোকেট মোহাম্মদ তাজুল ইসলাম, শিশির মো.মনির, ব্যারিস্টার এহসান এ সিদ্দিক, মশিউল আলম ও মতিউর রহমান আকন্দ।
২০১৪ সালের ৩ নভেম্বর মানবতা বিরোধী অপরাধে জামায়াতের এ নেতাকে মৃত্যুদণ্ড দেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। আর সুপ্রিম কোর্টের এ রায় বুধবার প্রকাশিত হয়।
বাংলাদেশ সময়: ১১৫৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০১৫
** কামারুজ্জামানের সঙ্গে সাক্ষাতে জেলগেটে আইনজীবীরা