ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

রূপগঞ্জে সুতাবোঝাই ক্যাভার্ডভ্যান ছিনতাই

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০১৫
রূপগঞ্জে সুতাবোঝাই ক্যাভার্ডভ্যান ছিনতাই

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ): নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি সুতাবোঝাই ক্যাভার্ডভ্যান ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। পরে গাড়িটি উদ্ধার করা গেলেও সুতা পাওয়া যায়নি।



শনিবার (২১ ফেব্রুয়ারি) ভোরে এশিয়ান হাইওয়ে (বাইপাস) সড়কের উপজেলার গোলাকান্দাইল এলাকায় এ ঘটনা ঘটে।

এদিকে, ছিনতাইয়ে জড়িত সন্দেহে ক্যাভার্ডভ্যান চালক ও হেলপারকে আটক করেছে পুলিশ।

আটকরা হলেন, চট্টগামের সাতকানিয়া উপজেলার হাতিয়ারপুর এলাকার মৃত কবির আহাম্মেদের ছেলে ইছাক মিয়া (৫২) ও নোয়াখালী জেলার চরমাঝিপাড়া এলাকার কামাল উদ্দিনের ছেলে আবু সাহেদ (১৮)।

ক্যাভার্ডভ্যান চালক ইছাক মিয়া জানান, চট্টগ্রাম বন্দর থেকে ৩০ লাখ টাকার ম‍ূল্যের ২৬৪ কার্টন সুতা নিয়ে গাজীপুরের কোনাবাড়ী এলাকার সেনন স্যুয়েটার কারখানায় যাচ্ছিলেন তারা।

ভোরে এশিয়ান হাইওয়ের গোলাকান্দাইল এলাকায় একদল ছিনতাইকারী ক্যাভার্ডভ্যানের গতিরোধ করে। পরে ছিনতাইকারীরা তাকে ও হেলপারকে অস্ত্রের মুখে জিম্মি করে বেঁধে রেখে গাড়িটি নিয়ে পালিয়ে যায়।

পরে স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার হয়ে থানা পুলিশ ও মালিকপক্ষকে বিষয়টি জানান তারা ।

অন্যদিকে, রাজধানীর ডেমরা এলাকার একটি পরিত্যক্ত স্থান থেকে ডেমরা থানা পুলিশ সকালে সুতাবিহীন অবস্থায় গাড়িটি উদ্ধার করেছে বলে জানিয়েছেন রূপগঞ্জ থানার সেকেন্ড অফিসার ও উপপরিদর্শক (এসআই) মহসিন মোল্লা।

তিনি জানান, ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে চালক ও হেলপারকে আটক করে জিজ্ঞাসাবাদ চলছে। ছিনতাই হওয়া সুতা উদ্ধার ও ছিনতাইকারীদের আটকেরও চেষ্টা চলছে।

বাংলাদেশ সময়: ১১৪৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।