কক্সবাজার: কক্সবাজারের টেকনাফ উপজেলায় ২০ হাজার ১৩৯ পিস ইয়াবা ট্যাবলেটসহ আইয়ুব (২৫) নামে এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।
শনিবার (২১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ সদরের নাজিরপাড়ায় আইয়ুবের বাড়িতে অভিযান চালিয়ে ইয়াবাসহ তাকে আটক করা হয়।
আটক আইয়ুব ওই এলাকার মো. আব্দুল হাশিমের ছেলে।
টেকনাফস্থ বিজিবি-৪২ এর অধিনায়ক আবুজার আল জাহিদ বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, এ ব্যাপারে মামলা দায়ের করে আটক যুবককে টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১২০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১৫