ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

ভাষা দিবসে বিএফইউজে-ডিইউজের দিনব্যাপী কর্মসূচি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০১৫
ভাষা দিবসে বিএফইউজে-ডিইউজের দিনব্যাপী কর্মসূচি

ঢাকা: মহান শহীদ দিবস উপলক্ষে দিনব্যাপী অনুষ্ঠানমালার আয়োজন করেছে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)।

শনিবার (ফেব্রুয়ারি ২১) সকাল থেকে জাতীয় প্রেসক্লাব চত্বরে অনুষ্ঠানমালা চলছে।



দুটি সাংবাদিক সংগঠনের একুশে অনুষ্ঠানের উদ্বোধন করেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি শওকত মাহমুদ।

উদ্বোধনী বক্তৃতায় তিনি গণমাধ্যমের স্বাধীনতা ও গ্রেফতারকৃত সাংবাদিক নেতৃবৃন্দের মুক্তির দাবি জানান। একুশের চেতনাকে রাজনৈতিক র‍ূপ না দিয়ে গণতন্ত্রের জন্য লড়াইয়ের চেতনা হিসেবে নেওয়ার জন্য সাংবাদিক সমাজের প্রতি আহবান জানান তিনি।

অনুষ্ঠানে সংগীত পরিবেশন করছেন শিল্পী রিজিয়া পারভীন, ইথুন বাবুসহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন। সংগীতের পাশাপাশি চলছে বক্তৃতা ও কবিতা আবৃত্তি।

অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন সাংবাদিক নেতা জাহাঙ্গীর আলম প্রধান, কবি ও সাংবাদিক নেতা আব্দুল হাই শিকদার, ছড়াকার আবু সালেহ প্রমুখ।

বাংলাদেশ সময়: ১২৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।