ঢাকা: রাজধানীর কমলাপুরে ২শ’ পিস ইয়াবাসহ রাসেল (২০) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
শনিবার (২১ ফেব্রুয়ারি) সকালে কমলাপুর রেলস্টেশন থেকে তাকে আটক করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মজিদ জানান, চট্টগ্রাম থেকে আসা চট্টগ্রাম মেইল এক্সপ্রেসে যাত্রী হিসেবে ট্রেন থেকে নামেন ওই যুবক।
পরে গতিবিধি সন্দেহজনক মনে হলে তল্লাশি করে তার কাছ থেকে ২শ‘ পিস ইয়াবা উদ্ধার করে তাকে আটক করা হয় বলে জানান পুলিশের এ কর্মকর্তা।
বাংলাদেশ সময়: ১২৫৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০১৫