ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

আদিতমারীতে ট্রাকচাপায় বৃদ্ধ নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০১৫
আদিতমারীতে ট্রাকচাপায় বৃদ্ধ নিহত

লালমনিরহাট: লালমনিরহাটের আদিতমারী উপজেলার সাপ্টিবাড়ি ইউনিয়নের খাতাপাড়া মাজার এলাকায় ট্রাকের চাপায় আবু হোসেন (৮৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।

শনিবার (২১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

এরপর প্রায় এক ঘণ্টা ওই মহাসড়ক অবরোধ করে রাখে বিক্ষুব্ধ জনগণ।
 
নিহত আবু হোসেনের বাড়ি সাপ্টিবাড়ির চওড়াটারী উকিলপাড়ায়।

পুলিশ জানায়, সকালে বুড়িমারী থেকে ঢাকাগামী পাথর বোঝাই একটি ট্রাক পথচারী আবু হোসেনকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি।
 
এর প্রতিবাদে বিক্ষুব্ধ জনগণ মহাসড়ক অবরোধ করে। অবরোধের কারণে মহাসড়কের উভয় পাশে অর্ধশতাধিক যানবাহন আটকা পড়ে। খবর পেয়ে পুলিশ গিয়ে ঘাতক ট্রাকচালককে আটক করার আশ্বাস দিলে অবরোধ তুলে নেন তারা।

আদিতমারী থানার পরিদর্শক (তদন্ত) আব্দুস সোবহান বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১২৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।