নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় ব্যাটারিচালিত অটোরিকশা চাপায় লামিয়া (১০) নামের এক স্কুল ছাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
শনিবার (২১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় ফতুল্লার ভোলাইলে এ ঘটনা ঘটে।
নিহত লামিয়া ভোলাইল এলাকার আমানউল্লাহ মিয়ার মেয়ে। সে ভোলাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী।
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে ফতুল্লা মডেল থানার উপ পরিদর্শক (এসআই) গোলাম মোস্তফা জানান, রাস্তা পারাপারের সময় ব্যাটারিচালিত অটোরিকশা চাপায় ঘটনাস্থলেই মারা যায় লামিয়া।
বাংলাদেশ সময়: ১৩১২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০১৫