রূপগঞ্জ (নারায়ণগঞ্জ): নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের হরিনা নদীর পাড়ে গোল মেহের (৫৫) নামে এক নারীকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা।
শনিবার (২১ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে।
আহত গোল মেহের ওই এলাকার সফর আলীর স্ত্রী।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে ঘটনাস্থল থেকে গোল মেহেরকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান স্থানীয় লোকজন। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার পঙ্গু হাসপাতালে ভর্তি নেওয় হয়।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল ইসলাম বলেন, এ ধরনের কোনো ঘটনা আমার জানা নেই। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ১৩২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১৫