ঢাকা: গভর্নর ড. আতিউর রহমানের নেতৃত্বে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন।
শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে বাংলাদেশ ব্যাংক চত্বরে অবস্থিত শহীদ মিনারের বেদিতে ফুল দিয়ে তারা শ্রদ্ধা জানান।
এ সময় বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর আবু হেনা রাজি হাসান, আবুল কাশেম, এস কে সুর চৌধুরী, নাজনিন সুলতানসহ সর্বস্থরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
ভাষা শহীদের প্রতি শ্রদ্ধা জানানোর পাশাপাশি বাংলাদেশ ব্যাংক চত্বরে একটি নতুন শহীদ মিনারের ভিত্তি প্রস্তর উদ্বোধন করা হয়। শহীদ মিনারটির নির্মাণ ব্যয় ধরা হয়েছে ১ কোটি ৮ লাখ টাকা। শহীদ মিনারটির নির্মাণ সময় ধরা হয়েছে ৪ মাস।
বাংলাদেশ সময়: ১৩১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০১৫