ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

জয়পুরহাটে হেলথ ক্যাম্প, স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০১৫
জয়পুরহাটে হেলথ ক্যাম্প, স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

জয়পুরহাট: জয়পুরহাটে দিনব্যাপী ফ্রি-হেলথ ক্যাম্পের মাধ্যমে প্রায় তিন শতাধিক অসহায় ও দুঃস্থ রোগীর মধ্যে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ দেওয়া হয়েছে।

তরুণ সমাজ কর্মী মোস্তাফিজুর রহমান মোস্তাকের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে স্বেচ্ছায় রক্তদান করেছেন শতাধিক তরুণ।



শনিবার (২১ ফেব্রুয়ারি) সকালে স্থানীয় রেড ক্রিসেন্ট চত্বরে এ ফ্রি-হেলথ ক্যাম্পের উদ্বোধন করেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি।  

এ সময় জেলা পরিষদ প্রশাসক এস এম সোলায়মান আলী, জেলা আধুনিক হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মোহাম্মদ আলী ও বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) জেলা শাখার সাধারণ সম্পাদক ডা. জোবায়ের গালীবসহ অনেকে উপস্থিত ছিলেন।

জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালসহ বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত ২০ সদস্যের বিশেষজ্ঞ চিকিৎসক দলের মাধ্যমে রোগীদের সেবা দেওয়া হচ্ছে।

এসময় মোস্তাফিজুর রহমান মোস্তাক অনুদান হিসেবে জেলা আধুনিক হাসপাতালে একটি ইসিজি মেশিন দেন।

বাংলাদেশ সময়: ১৪৩৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।