ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

মাদারীপুরে ২০ বাড়িতে আগুন, অর্ধশত ককটেল বিস্ফোরণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০১৫
মাদারীপুরে ২০ বাড়িতে আগুন, অর্ধশত ককটেল বিস্ফোরণ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মাদারীপুর: মাদারীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের দফায় দফায় সংঘর্ষে নারীসহ কমপেক্ষ ১২ জন আহত হয়েছেন। এ সময় দুর্বৃত্তদের আগুনে ২০ ঘরবাড়ি পুড়ে যায়।



এছাড়া আতঙ্ক সৃষ্টি করতে অর্ধশত ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটেছে। এ ঘটনায় ১৬ জনকে আটক করেছে সদর থানা পুলিশ।

শনিবার (২১ ফেব্রুয়ারি) সকালে সদর উপজেলার লক্ষ্মীগঞ্জ গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, লক্ষ্মীগঞ্জ গ্রামের খবির খাঁর সঙ্গে মন্নান লস্করের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। সকালে ওই বিরোধের জের ধরে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পরে উভয়পক্ষের লোকজন। সংঘর্ষে দুই নারীসহ কমপক্ষে ১২ জন আহত হয়। তাদের মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে চার জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এদিকে, সংঘর্ষকালে দুর্বৃত্তরা ২০ বাড়িতে আগুন লাগিয়ে দেয়। এছাড়া  এলাকায় আতঙ্ক সৃষ্টি করতে অর্ধশত ককটেলের বিস্ফোরণ ঘট‍ানো হয়।

পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন শেষে সন্দেহভাজন ১৬ জনকে আটক করে।

মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরিদুল ইসলাম (ওসি) ঘটনার সত্যতা স্বীকার করে বাংলানিউজকে জানান, পরিস্থিতি এখন স্বাভাবিক হলেও উত্তেজনা বিরাজ করছে।

বাংলাদেশ সময়: ১৪৪৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।