ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

হাসিনাকে আশ্বাস মমতার

সীমান্ত চুক্তি এ মাসেই, তিস্তায় ইতিবাচক থাকবো

বিশেষ সংবাদদাতা | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০১৫
সীমান্ত চুক্তি এ মাসেই, তিস্তায় ইতিবাচক থাকবো

ঢাকা: আগামী ২৩ ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাওয়া ভারতের সংসদের (লোকসভা) অধিবেশনে সীমান্ত চুক্তি অনুমোদন হয়ে যাবে বলে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আশ্বস্থ করেছেন সফররত পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। একইসঙ্গে তিস্তার পানিবণ্টন চুক্তির বিষয়ে সবসময় ইতিবাচক ভূমিকা রাখার চেষ্টা করবেন বলেও আশ্বাস দিয়েছেন তিনি।



শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনে তার সঙ্গে একান্ত সাক্ষাতে মমতা এ আশ্বাস দেন।

শেখ হাসিনার সঙ্গে মমতার সাক্ষাতের পর সাংবাদিকদের ব্রিফিংকালে এ কথা জানান প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী।

বাংলাদেশ সময়: ১৪৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০১৫

** হাসিনা-মমতা একান্তে বৈঠক
** মমতার প‍াতে ৩ পদের ইলিশ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।