ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

পানি এলে ইলিশ যাবে

বিশেষ সংবাদদাতা | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০১৫
পানি এলে ইলিশ যাবে ছবি: সংগৃহীত

ঢাকা: পশ্চিমবঙ্গের মানুষ আরও বেশি করে পদ্মার ইলিশ পেতে চায়- রাজ্যটির মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের এমন কথায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার উদ্দেশে বলেছেন, পানি এলে ইলিশ যাবে।

শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে তার বাসভবন গণভবনে মমতা দেখা করতে গেলে প্রধানমন্ত্রী এ কথা বলেন।

দু’জনের দীর্ঘ সাক্ষাতে দুই বাংলার মধ্যকার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। এসব আলোচনার মধ্যে অন্যতম ছিল তিস্তার পানিবণ্টন ও সীমান্ত চুক্তি।

সাক্ষাৎকালে মমতাকে নৌকা উপহার দিয়ে শেখ হাসিনা বলেন, আমাদের যেন পর্যাপ্ত পানি থাকে, এ নৌকা যেন চলতে পারে।

জবাবে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তিস্তার পানিবণ্টনের ব্যাপারে তার ইতিবাচক ভূমিকা থাকবে বলে প্রধানমন্ত্রীকে আশ্বস্ত করেন। তবে সুযোগ নিয়ে তিনিও বলেন, পশ্চিমবঙ্গে বাংলাদেশ থেকে ইলিশ সরবরাহ কমে যাচ্ছে। পদ্মার ইলিশ আরও বেশি করে পেতে চায় পশ্চিমবঙ্গের মানুষ।

তার এই কথার জবাবে শেখ হাসিনা বলেন, ‘পানি এলে ইলিশ যাবে। ’

শেখ হাসিনার সঙ্গে মমতার সাক্ষাতের পর সাংবাদিকদের ব্রিফিংকালে এসব কথা জানান প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী। তার সঙ্গে ছিলেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব একেএম শামীম চৌধুরী।

ইকবাল সোবহান চৌধুরী জানান, অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ আলোচনা হয় শেখ হাসিনা ও মমতা ব্যানার্জির মধ্যে। প্রতিনিধি দল নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলার পর দুজন একান্তে কথা বলেন প্রায় আধাঘণ্টা। সেখানে কি বিষয়ে আলোচনা হয়েছে তা জানা না গেলেও প্রথম আলোচনায় অমর একুশে পালনের জন্য তাকে আমন্ত্রণ জানানোয় মমতা প্রধানমন্ত্রী ও তার সরকারকে ধন্যবাদ জানিয়ে বলেন, আমি আপ্লুত, আমি ধন্য। মহান একুশের অনুষ্ঠানে বাংলাদেশের পক্ষ থেকে আমাকে আমন্ত্রণ জানানো হয়েছে। এই আমন্ত্রণ আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ।

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আশ্বাস দিয়ে বলেছেন- আগামী ২৩ ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাওয়া ভারতের সংসদের (লোকসভা) অধিবেশনে সীমান্ত চুক্তি অনুমোদন হয়ে যাবে।

একইসঙ্গে তিস্তার পানিবণ্টন চুক্তির বিষয়ে তিনি সবসময় ইতিবাচক ভূমিকা রাখার চেষ্টা করবেন বলে প্রধানমন্ত্রীকে আশ্বাস দেন।

মমতা বলেন, প্রতিবেশী দুই দেশের মধ্যে অন্যতম অমীমাংসিত বিষয় হলো সীমান্ত চুক্তি। আমাদের পক্ষ থেকে এ সমস্যার সমাধান করে দিয়েছি। আশা করি আগামী ২৩ তারিখ থেকে শুরু হতে যাওয়া লোকসভার অধিবেশনেই এর সমাধান হয়ে যাবে। বিলটি লোকসভায় উত্থাপিত আছে, এখন পাস হয়ে যাওয়ার অপেক্ষায়।

তার এই আশ্বাস ও ভূমিকায় ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিস্তার পানিবণ্টন চুক্তি সম্পর্কে মমতা প্রধানমন্ত্রীকে বলেন, আমি বাংলাদেশকে ভালোবাসি। বাংলাদেশ আমারও দেশ। বাংলাদেশের স্বার্থকে গুরুত্বের সঙ্গে দেখি। দু’দেশের স্বার্থ সংরক্ষণ করেই তিস্তার পানিবণ্টন চুক্তির ব্যাপারে ইতিবাচক ভূমিকা রাখবো।

‘অনেক দিন কলকাতা যান না,’ শেখ হাসিনার উদ্দেশে এমন কথা বলে পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী তাকে পশ্চিম বঙ্গ সফরের আমন্ত্রণ জানান। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে কলকাতায় যে চেয়ার উদ্বোধন হতে যাচ্ছে সে উপলক্ষ্যে এবং কলকাতায় প্রস্তাবিত বাংলাদেশ ভবন নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষ্যেই এ সফর হতে পারে বলে মত দেন মমতা ব্যানার্জি। প্রধানমন্ত্রী এই নিমন্ত্রণ গ্রহণ করে বলেন, সুবিধা মতো সময়ে তিনি অবশ্যই পশ্চিমবঙ্গ সফর করবেন।

ইকবাল সোবহান চৌধুরী জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছিটমহলে বাংলাদেশিদের দুর্ভোগের কথা তুলে ধরলে মমতা বলেন তিনি নিজেও ওই এলাকা ঘুরে দেখেছেন, দুর্ভোগ দেখেছেন। এই বিবেচনা থেকেই যত দ্রুত সম্ভব সীমান্ত চুক্তি গ্রহণ ও বাস্তবায়ন প্রয়োজন বলে মত দেন দুই নেতা।

শেখ হাসিনা পশ্চিম বঙ্গের তৃণমূল নেতা মমতাকে ছোট বোনের মতো ভালোবাসেন তিনিও শেখ হাসিনাকে বড় বোনের মতো শ্রদ্ধা করেন জানিয়ে ইকবাল সোবহান চৌধুরী বলেন, দীর্ঘ সম্পর্কের কারণেই আলোচনা ছিলো আন্তরিকতায় ভরা।

মমতা ব্যানার্জি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে দেশ স্বাধীন হওয়ার দিনগুলোর কথা স্মরণ করে বলেন, তখন তিনি ছোট ছিলেন এবং সেসময় স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের অনুষ্ঠান নিয়মিত শুনতেন।

দুই বাংলার মধ্যে সুসম্পর্ক অটুট রাখতে পশ্চিম বঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে যতকিছু দরকার করবেন বলে আশ্বাস দেন মমতা ব্যানার্জি।

দুই নেতার মধ্যে ব্যবসায়িক আদান প্রদান, সাংস্কৃতিক যোগাযোগের ওপরও আলোচনা হয়। একটি যৌথৈ কমিটি করে দুই বাংলার মধ্যে সাংস্কৃতিক উৎসব করার কথা বলেন মমতা ব্যানার্জি। প্রধানমন্ত্রী এতে তার সায় দেন।

পশ্চিমবঙ্গে বাংলাদেশ ভবন তৈরির জন্য জমি দেওয়া হবে এমন সিদ্ধান্ত এরই মধ্যে নিয়ে তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানিয়ে দেওয়া হয়েছে বলে আলোচনায় জানান মমতা। এছাড়া কাজী নজরুল ইসলামের নামে পশ্চিমবঙ্গে একটি বিশ্ববিদ্যালয় স্থাপনের কথাও বলেন তিনি।

এই সফরের মধ্য দিয়ে ভারত-বাংলাদেশ সম্পর্কে নতুন মাত্রা যোগ হবে বলেই মনে করেন দুই নেতা। তাদের মতে এই সম্পর্ক হবে দীর্ঘস্থায়ী।

আলোচনা ছাড়াও ছিলো উপহার দেওয়া নেওয়ার পালা। মমতা ব্যানার্জিকে একটি নৌকা উপহার দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সে নৌকা হাতে তুলে দিয়ে তিনি বলেন, এই নৌকা চলার পানি যেনো পাই। উত্তরে মমতা বলেন, পানি বাংলাদেশ তার ন্যায্য হিস্যা অনুযায়ী পাবেন। দুই দেশের স্বার্থ অক্ষুণ্ন রেখেই পানি বণ্টন হবে। এ ব্যাপারে তার ইতিবাচক ভূমিকা থাকবে।

মমতা বলেন, আপনি নিশ্চিন্ত থাকুন পানির ব্যবস্থা হবে।
 
বাংলাদেশ সময়: ১৪৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০১৫/আপডেট ১৫৩৬ ঘণ্টা

** তিস্তা নিয়ে আলোচনা শুরু করেছি, সমাধান হবে
** পারস্পরিক সহায়তার আহবান মমতার
** সীমান্ত চুক্তি এ মাসেই, তিস্তায় ইতিবাচক থাকবো
** হাসিনা-মমতা একান্তে বৈঠক
** মমতার প‍াতে ৩ পদের ইলিশ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।