ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

পঞ্চগড়ে ভারতীয় ছিটমহলবাসীদের মাতৃভাষা দিবস উদযাপন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০১৫
পঞ্চগড়ে ভারতীয় ছিটমহলবাসীদের মাতৃভাষা দিবস উদযাপন ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

পঞ্চগড়: পঞ্চগড় জেলার অভ্যন্তরে অবস্থিত ভারতীয় ছিটমহলবাসীরা যথাযোগ্য মর্যাদা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করেছে।

শনিবার  (২১ ফেব্রুয়ারি) দুপুরে বাংলাদেশ-ভারত ছিটমহল বিনিময় সমন্বয় কমিটির নেতারা বোদা উপজেলার পুঠিমারি ছিটমহলে সমন্বয় কমিটির অফিস চত্বরে অস্থায়ী শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন ও  জাতীয় পতাকা উত্তোলন করেন।


 
পরে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশ-ভারত ছিটমহল বিনিময় সমন্বয় কমিটি পঞ্চগড় শাখার সভাপতি গাড়াতি ছিটমহলের চেয়ারম্যান মো. মফিদার  রহমান, সাধারণ সম্পাদক মো. সিরাজুল ইসলাম, পুঠিমারি ছিটমহলের চেয়ারম্যান তছলিমউদ্দিন, সাধারণ সম্পাদক হাবিবুর রহমানসহ ছিটমহলের নেত‍াকর্মীরা উপস্থিত ছিলেন।
 
বাংলাদেশ সময়: ১৪৪৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।