বগুড়া: বগুড়ায় যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।
শুক্রবার (২০ ডিসেম্বর) দিবাগত রাত ১২টা ১মিনিটে বগুড়া জেলা প্রশাসক (ডিসি) মো. শফিকুর রেজা বিশ্বাসের নেতৃত্বে জেলা প্রশাসনের কর্মকর্তারা শহীদ খোকন পার্কের শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
এছাড়া বগুড়া পুলিশ সুপার (এসপি) মোজাম্মেল হক পিপিএম এর নেতৃত্বে জেলা পুলিশ শহীদ খোকন পার্ক শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
এরপর থেকে বগুড়া শহরের বিভিন্ন শ্রেণি পেশার মানুষ ফুল দিয়ে শ্রদ্ধা জানান ভাষা শহীদদের।
শহীদ খোকন পার্ক শহীদ বেদিতে পর্যায়ক্রমে বগুড়া আর্মড পুলিশ ব্যাটালিয়ন, হাইওয়ে পুলিশ (পশ্চিমাঞ্চল) জেলা পরিষদ প্রশাসন, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ বগুড়া ইউনিট কমান্ড, আনসার, বগুড়া জেলা আওয়ামী লীগ, জেলা মহিলাদলসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সাংস্কৃতিক সংগঠন ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
বাংলাদেশ সময়: ১৫১৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০১৪