সাভার: সাভারে নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।
সাভার উপজেলা প্রসাশনের আয়োজনে শনিবার (২১ ফেব্রুয়ারি) দিনব্যাপী হাতে নেওয়া হয় বিভিন্ন কর্মসূচির।
দিনটি উপলক্ষে প্রথমে সাভার অধরচন্দ্র স্কুলে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে সাভার উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীদের জন্য রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়।
এ সময় সাভারের বিভন্ন স্কুল থেকে রচনা প্রতিযোগিতায় ২৫ জন ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় ৫০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। পরে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তারা উপস্থিত শিক্ষার্থীদের বাংলা ভাষার প্রতি বিশেষ মর্যাদা দেওয়ার আহ্বান জানান। এছাড়া বাংলাকে আর্ন্তজাতিক বিশ্বের সপ্তম দাফতরিক ভাষা করারও দাবি জানান।
সহকারী কমিশনার ভূমি সাভার সার্কেল জোবায়ের আহম্মেদের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল হাসান মোল্যা। এছাড়া অন্যদের মধ্য উপস্থিত ছিলেন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার এস এ বাশার, সাভার বিশ্ববিদ্যালয় কলেজের ভাইস প্রিন্সিপাল ছমির আলী, সহকারী কমিশনার ভূমি আমিন বাজার সার্কেল মো. ফারুক আহম্মেদ, উপজেলা প্রথমিক শিক্ষা কর্মকর্তা আবুল কালাম আজাদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাহরিয়ার মেনজিস প্রমুখ। পরে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
বাংলাদেশ সময়: ১৫২২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০১৫