মুন্সীগঞ্জ: স্কুলের টিফিনের টাকা বাঁচিয়ে মুন্সীগঞ্জ শহরের বাগমামুদালী গোয়ালপাড়ায় শহীদ মিনার বানিয়েছে কয়েকজন স্কুল শিক্ষার্থী।
১৫ বন্ধু ৫০ টাকা করে চাঁদা দিয়ে শহরের ইদ্রাকপুর মডেল এক নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র সৌরভ সরকারের বাড়ির উঠানে ককসিট, কাপড় ও কাগজ দিয়ে এই শহীদ মিনার তৈরি করে।
শনিবার (২১ ফেব্রুয়ারি) সকালে এ শহীদ মিনারেই ফুল দিয়ে শ্রদ্ধা জানায় প্রান্ত সরকার, জিতু দাস, মোহন সাহা, পার্থ সাহা, শান্ত দাস, ঝুমুর দাস, শর্মী, পূজা দাসসহ ওই স্কুলের ১৫ শিক্ষার্থী।
নিজেদের উদ্যোগে শিশুরা কবিতা পাঠের আসর ও চিত্রাঙ্গণ প্রতিযোগিতার আয়োজন করে। এছাড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কারও বিতরণ করে তারা।
বাংলাদেশ সময়: ১৫৩১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০১৫