ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

মেঘনায় বালু উত্তোলনের অভিযোগে ড্রেজার জব্দ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০১৫
মেঘনায় বালু উত্তোলনের অভিযোগে ড্রেজার জব্দ

ভোলা: ভোলার মেঘনায় অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে একটি ড্রেজার জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটার দিকে মেঘনার গাজীপুর চর এলাকায় অভিযান চালিয়ে এ ড্রেজার জব্দ করা হয়।



এ সময় মাঈনুদ্দিন জিলন (৩৮) নামে এক শ্রমিকের ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়। তিনি সদর উপজেলার বাপ্তা গ্রামের আমিনুলের ছেলে।

সূত্র জানায়, ভোলার জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদুর রহমানের নেতৃত্বে কোস্টগার্ড ও পুলিশের একটি টিম মেঘনায় অভিযানে নামে।

অভিযান দলটি মেঘনার গাজীপুর এলাকায় বালু উত্তোলনের বিষয়টি দেখতে পেয়ে এক শ্রমিকসহ গজারিয়া নামে একটি ড্রেজার জব্দ করে। পরে ওই শ্রমিককে ছয় মাসের জেল দেওয়া হয় এবং ড্রেজারটি পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদুর রহমান বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

মেঘনায় বালু ইত্তোলন বন্ধে অভিযানে গত এক সপ্তাহে ১১টি ড্রেজার, বলগেট ও কার্গো জব্দ এবং ১২ শ্রমিককে জেল-জরিমানা করা হয়।

বাংলাদেশ সময়: ১৫৫২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।