ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

আশুলিয়ায় সড়ক দুর্ঘটনায় পথচারীর মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০১৫
আশুলিয়ায় সড়ক দুর্ঘটনায় পথচারীর মৃত্যু ছবি: প্রতীকী

সাভার (ঢাকা): সাভারের আশুলিয়ায় লেগুনা-সিএনজি অটো রিকশা মুখোমুখি সংঘর্ষে নুরুন্নবী নামের এক পথচারীর মৃত্যু হয়েছে। এসময় লেগুনা ও সিএনজি অটো রিকশার অন্তত ১০ যাত্রী গুরুতর আহত হন।



শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে বাইপাইল-আব্দুল্লাহপুর মহাসড়কের আশুলিয়ার বেড়িবাধে এ সড়ক দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, দুপুরে উওরার আব্দুল্লাহপুর থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী লেগুনা সাভারে আসার পথে বাইপাইল-আব্দুল্লাহপুর মহাসড়কের আশুলিয়ার বেড়িবাধে পৌছুলে অপর দিক থেকে আসা দ্রুত গতির একটি সিএনজি অটো রিকশার মুখোমুখি সংঘর্ষ হয়।

এ সময় রাস্তা পারাপারের সময় লেগুনা ও সিএনজির মাঝখানে পড়ে নুরুন্নবী মারা যান।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে আশুলিয়ার বিভিন্ন হাসপাতালে ভর্তি করে প্রাথমিক চিকিৎসা দেন।

পুলিশ জানায়, লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। নিহত পথচারী যুবক বগুড়া জেলার শেরপুর থানার কুরত্তা গ্রামের হযরত রহমানের ছেলে।

বাংলাদেশ সময়: ১৫৫৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।