নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের ফতুল্লার তল্লায় ৭৫০ বোতল ফেনসিডিল ও সাড়ে ১৭ লিটার চোলাই মদসহ মাদক ব্যবসায়ী নূর মোহাম্মদ মোল্লাকে (৪৫) গ্রেফতার করেছে র্যাব।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১০টায় র্যাব-১১ এর একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
শনিবার (২১ ফেব্রুয়ারি) সকালে নারায়ণগঞ্জের আদমজীতে অবস্থিত র্যাব-১১ এর সদর দফতরে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এ তথ্য জানানো হয়।
সংবাদ সম্মেলনে বলা হয়, শুক্রবার দিবাগত রাত ১০টায় র্যাব-১১ এর এএসপি নুর মোহাম্মদ চিশতীর নেতৃত্বে র্যাবের একটি দল ফতুল্লার তল্লা এলাকায় আব্দুল গফুর ওরফে গফুর মেম্বারের বাড়িতে অভিযান চালায়। এসময় গফুর মেম্বারের ঘর থেকে ৭০৫ বোতল ফেনসিডিল ও সাড়ে ১৭ লিটার দেশি চোলাই মদসহ নূর মোহাম্মদ মোল্লা (৪৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
নূর মোহাম্মদ মোল্লা পশ্চিম তল্লা এলাকার সাহাবুদ্দিন মোল্লার ছেলে।
বাংলাদেশ সময়: ১৬১১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০১৫