পঞ্চগড়: পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার তিরনইহাট ইউনিয়নের রণচন্ডি বাজার এলাকায় ট্রাকের চাপায় বায়েজিদ শাহ (৮) নামে একটি শিশু নিহত হয়েছে।
শনিবার (২১ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে পঞ্চগড়-তেঁতুলিয়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত বায়েজিদ শাহ স্থানীয় মজিবর রহমানের ছেলে। সে রণচন্ডি কিন্ডার গার্টেনের নার্সারির ছাত্র।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে রণচন্ডি বাজার সংলগ্ন মহাসড়ক পার হচ্ছিল বায়েজিদ। এসময় পঞ্চগড় থেকে বাংলাবান্ধাগামী একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
তেঁতুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার মোহাম্মদ আসাদুজ্জামান বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ১৬১৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০১৫