ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

পারস্পরিক সহায়তার আহবান মমতার

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০১৫
পারস্পরিক সহায়তার আহবান মমতার মমতা ব্যানার্জি

ঢাকা: বাংলাদেশ ও ভারতের বাণিজ্য ও অর্থনৈতিক উন্নয়নে ব্যবসায়ীদের মাঝে পারস্পরিক সহায়তার ওপর গুরুত্বারোপ করে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছেন, সার্ক দেশগুলোর মধ্যে এক্সপ্রেস গেটওয়ে তৈরি করা দরকার।

বাংলাদেশের ব্যবসায়ীদের উদ্দেশে তিনি বলেন, আপনারাও আসুন, আমরাও আসি।

আমরা সবাই আসবো, সবাই যাবো।

রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে বাংলাদেশ-ভারত চেম্বার অব কমার্স আয়োজিত মমতা ব্যানার্জির সঙ্গে ব্যবসায়ীদের সঙ্গে বিশেষ সেশন অনুষ্ঠান শেষে ব্রিফিংকালে এ আহবান জানান তিনি।

স্থলসীমান্ত চুক্তি বাস্তবায়ন এখন সময়ের ব্যাপার বলে মন্তব্য করে মমতা বলেন, একটা সমস্যার সমাধান তো হয়েই গেছে। বাকি রয়েছে, তিস্তার পানিবণ্টন চুক্তি। এক্ষেত্রেও আলোচনা চলছে, এটিও হয়ে যাবে।

বাংলাদেশ ও ভারতের ব্যবসায়ীরা এ সেশন অনুষ্ঠানে অংশ নেন।

** পানি এলে ইলিশ যাবে
** সীমান্ত চুক্তি এ মাসেই, তিস্তায় ইতিবাচক থাকবো
** হাসিনা-মমতা একান্তে বৈঠক
** মমতার প‍াতে ৩ পদের ইলিশ
** বাংলাদেশ-ভারত যৌথ টেলিভিশন চ্যানেল করার আহ্বান মমতার

বাংলাদেশ সময়: ১৬২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।