ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

বাংলাদেশ-ভারত যৌথ টেলিভিশন চ্যানেল করার আহ্বান মমতার

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০১৫
বাংলাদেশ-ভারত যৌথ টেলিভিশন চ্যানেল করার আহ্বান মমতার মমতা বন্দোপাধ্যায়

ঢাকা: বাংলাদেশ ও ভারতের যৌথ মালিকানায় একটি ব্যবসায়ী টেলিভিশন চালু করার আহ্বান জানিয়েছেন ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়।

একই সঙ্গে তিনি জানান, ভারতে বাংলাদেশের টিভি চ্যানেল প্রচারে কোনো বানিজ্যিক বাধা নেই।



শনিবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর হোটেল সোনারগাঁয়ে বাংলাদেশ-ভারত চেম্বার অব কমার্স আয়োজিত মমতা বন্দোপাধ্যায়ের সঙ্গে ব্যবসায়ীদের বিশেষ সেশনে বাংলাদেশি এক ব্যবসায়ীর প্রশ্নের জবাবে তিনি এ আহ্বান জানান।

তিনি বলেন, ইন্দো-বাংলা যৌথ উদ্যোগে একটি ব্যবসায়ী টিভি চ্যানেল করুন। সেটাকে আমরা স্বাগত জানাবো।

মমতা বন্দোপাধ্যায় বলেন, পশ্চিমবঙ্গে বাংলাদেশি দুটি চ্যানেল এটিএন ও বৈশাখী টেলিভিশন আমরা দেখতে পাই। অন্যরাও আসতে পারেন। আমি ভারতীয় হাইকমিশনের সঙ্গেও কথা বলে জেনেছি, ভারতে বাংলাদেশি টিভি চ্যানেল প্রচারে কোনো বাধা নেই।

আরেক প্রশ্নের জবাবে মমতা জানান, বাংলাদেশি ক্ষুদ্র ও মাঝারি নারী শিল্প উদ্যোক্তাদের জন্য কলকাতার যে কোনো মেলায় স্টল ভাড়া কমানো হবে।

এ সময় ভারতীয় হাইকমিশনার পঙ্কজ শরন বলেন, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর এই ঢাকা সফর দুই দেশের সম্পর্কের নতুন অধ্যায় উন্মোচিত হবে।

বাংলাদেশ সময়: ১৬৩২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০১৫ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।