ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

রাজধানীতে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০১৫
রাজধানীতে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার ছবি: প্রতীকী

ঢাকা: রাজধানীর সবুজবাগ এলাকার ৭২নং বাসা থেকে মো. রবিন (২৮) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুর দেড়টার দিকে ওই যুবকের নিজ কক্ষ থেকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় তার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।



জানা যায়, রবিনের বাবার নাম মৃত মোস্তাফিজুর রহমান। বর্তমান সে ৭২নং সবুজবাগে থাকতো।

সবুজবাগ থানার উপপরিদর্শক (এসআই) কামরুল ইসলাম বাংলানিউজকে বলেন, দুপুর দেড়ার দিকে ওই যুবকের নিজ ঘরের দরজা ভেঙে আমরা ঝুলন্ত লাশ উদ্ধার করি। প্রাথমিকভাবে মৃত্যুর কারণ সম্পর্কে বিস্তারিত কিছু বলতে পারছি না। তবে ধারণা করছি পারিবারিক মান-অভিমানের জেরে সে আত্মহত্যা করেছে।

বর্তমানে ওই যুবকের লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের কলেজ মর্গে নেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬০৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০১৫ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।