ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

মহাখালীতে সড়ক দুর্ঘটনায় শিশুর মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০১৫
মহাখালীতে সড়ক দুর্ঘটনায় শিশুর মৃত্যু ছবি: প্রতীকী

ঢাকা: রাজধানীর মহাখালী ফ্লাইওভার সংলগ্ন ঢালে সড়ক দুর্ঘটনায় মামুন (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

শনিবার (২১ ফেব্রুয়ারি) সকাল ১১টায় এ ঘটনা ঘটে।

পরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ২০৪নং ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় বিকেল ৪টার দিকে তার মৃত্যু হয়।  

জানা যায়, নিহত মামুনের বাবার নাম মো. আরিফ। তার মার নাম চান বানু। তার বাবা পান দোকানদার ও মা একটি খাবার হোটেলের কর্মচারী। তাদের বাসা মহাখালী কড়াইল বস্তিতে।

নিহত মামুনের বাবা মো. আরিফ বাংলানিউজকে বলেন, সকাল সাড়ে ১১টার দিকে মহাখালী ফ্লাইওভারের ঢালে একটি গাড়ির ধাক্কায় সে আহত হয়। এরপর তাকে প্রথমে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়। সেখান থেকে দুপুর ১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে হস্তান্তর করা হয়। পরে সেখানে তার মৃত্যু হয়।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্প ইনচার্জ মোজাম্মেল হক বাংলানিউজকে জানান, মহাখালী ফ্লাই ওভারের ঢালে গাড়ির ধাক্কায় ওই শিশু আহত হওয়ার পর আর্মির একটি দল তাকে দ্রুত উদ্ধার করে সিএমএইচ হাসপাতালে নিয়ে যায়। এরপর তারাই অ্যাম্বুলেন্সে করে পরে ঢামেকে পাঠায়।

বাংলাদেশ সময়: ১৬৫৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।