রাজশাহী: রাজশাহীর চারঘাট উপজেলার ইউসুফপুর সীমান্তে সুমন হোসেন (২৪) নামের এক বাংলাদেশি গরু ব্যবসায়ীকে অপহরণ করেছে দুই ভারতীয় নাগরিক।
অপহৃত সুমন চারঘাট উপজেলার ইউসুফপুর কান্দিপাড়ার ফারুক হোসেনের ছেলে।
শুক্রবার (২১ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে তিনটার দিকে অপহৃত হলেও শনিবার বিকেল পযর্ন্ত তাকে উদ্ধার করা যায়নি।
তবে সুমনকে ফিরিয়ে আনতে ইতোমধ্য ভারতীয় বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ) কাছে চিঠি দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
চারঘাট ইউসুফপুরের গরু ব্যবসায়ী মঞ্জুর ও বকুল জানান, শুক্রবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে সুমনসহ তারা ৪-৫ জন ভারত থেকে গরু আনতে ইউসুফপুর সীমান্তে ভারতীয় পিলারের কাছে যান। সেখানে আগে থেকেই ভারতের মুর্শিদাবাদ জেলার জলঙ্গি থানার কাগমারির সাজরুল ও সাইফুলসহ ৮-১০ জন অবস্থান করছিলেন। তাদের দেখামাত্র সাজরুল ও সাইফুল সঙ্গীদের নিয়ে তাদের ওপর হামলা চালান। প্রাণে বাঁচতে তারা পালিয়ে আসলেও সুমনকে তারা ধরে ফেলে। পরে এলাকায় ফিরে ঘটনাটি তারা ইউসুফপুর বিজিবি ক্যাম্প সদস্যদের জানান।
তাৎক্ষণিক বিজিবি সদস্যরা ঘটনাস্থলে গেলেও সুমনকে খুঁজে পাননি তারা।
চারঘাটেরর ইউসুফপুর বিজিবি ক্যাম্পের হাবিলদার আখতার হোসেন জানান, বাংলাদেশি গরু ব্যবসায়ী সুমন অপহরণের খবর পেয়ে বিজিবির একটি দল ঘটনাস্থলে যায়। তবে সেখানে কাউকে পাওয়া যায়নি। পরে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়।
তিনি আরো জানান, খোঁজ নিয়ে জানা গেছে- সুমনের সঙ্গে ভারতীয় সাজরুল ও সাইফুলের সঙ্গে গরু ব্যবসা নিয়ে দ্বন্দ্বের জের ধরে এ ঘটনা ঘটেছে।
পরে বিজিবি ৩৭ ব্যাটালিয়নের পক্ষ থেকে সুমনকে দেশে ফিরিয়ে আনতে ভারতের বাবনাবাদ ও কাগমারি বিএসএফকে চিঠি দেওয়া হয়েছে বলে জানান হাবিলদার আখতার হোসেন।
বাংলাদেশ সময়: ১৭০৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০১৫