ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

বগুড়ায় ট্রাকচাপায় নারীসহ নিহত ২

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০১৫
বগুড়ায় ট্রাকচাপায় নারীসহ নিহত ২ ছবি: প্রতীকী

বগুড়া: বগুড়ার শাজাহানপুর উপজেলার নয়মাইল এলাকায় শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে ট্রাকচাপায় নারীসহ ২ জন নিহত হয়েছেন। একই ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দুইজন।



আহতদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার বেলা ১২টার দিকে উপজেলার ঢাকা-বগুড়া মহাসড়কে দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন- বগুড়ার ধুনট উপজেলার ঈশ্বরঘাট গ্রামের মৃত আফসার আলী মন্ডলের ছেলে আব্দুল আজিজ (৫৫) এবং শাজাহানপুর উপজেলার জামালপুর গ্রামের আশরাফ আলীর স্ত্রী হাওয়া বেগম (৩৫)।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আব্দুল আজিজ সিএনজি অটোরিকশা থেকে নেমে মহাসড়কের পশ্চিম থেকে পূর্ব পাশে পার হচ্ছিলেন। এমন সময় ঢাকা থেকে বগুড়াগামী বেপরোয়া খালি ট্রাকটি (বগুড়া-ট ১১-১৩১৭) আচমকা ব্রেক করলে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। পরে ট্র্রাকটি আব্দুল আজিজসহ মোটরসাইকেল আরোহী শিক্ষক ইদ্রিস আলী, পথচারী আনোয়ারা বেওয়া ও তার ছেলের বউ হাওয়া বেগমকে চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে বগুড়া শজিমেক হাসপাতালে নেওয়া হলে আব্দুল আজিজ ও হওয়া বেগম মারা যান।

শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল মান্নান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৭০৪ ঘণ্টা,  ২১ ফেব্রুয়ারি, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।