ঢাকা, রবিবার, ১৯ মাঘ ১৪৩১, ০২ ফেব্রুয়ারি ২০২৫, ০২ শাবান ১৪৪৬

জাতীয়

নীলফামারীতে ভিক্ষ‍া করায় কারাদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৫
নীলফামারীতে ভিক্ষ‍া করায় কারাদণ্ড

নীলফামারী: নীলফামারীর কিশোরগঞ্জে ভিক্ষা করার দায়ে রফিকুল ইসলাম (৬০) নামে এক ভিক্ষুকে সাত দিনের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।  
 
বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সিদ্দিকুর রহমান এ আদেশ দেন।


 
ভিক্ষুক রফিকুল ইসলাম কিশোরগঞ্জ সদর ইউনিয়নের দক্ষিণ রাজিব গ্রামের বাসিন্দা।
 
সংশ্লিষ্টরা জানায়, ৯১৩ জন ভিক্ষুকের নামের তালিকা প্রণয়ন করে তাদের পুনর্বাসন কর্মসূচির আওতায় নিয়ে উপজেলা প্রশাসন ২০১৪ সালের ৫ জুলাই কিশোরগঞ্জ উপজেলাকে ভিক্ষুকমুক্ত ঘোষণা করে।  
 
বুধবার সকাল সাড়ে ১১টার দিকে কিশোরগঞ্জ বাজারে ভিক্ষা করছিলেন রফিকুল। খবর পেয়ে ঘটনাস্থল থেকে তাকে আটক করা হয়। পরে, ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে সাত দিনের কারাদণ্ড দেওয়া হয়।
 
কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, দুপুরে রফিকুলকে কারাগারে পাঠানো হয়েছে।  
 
বাংলাদেশ সময়: ১৮২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।