ঢাকা, রবিবার, ১৯ মাঘ ১৪৩১, ০২ ফেব্রুয়ারি ২০২৫, ০২ শাবান ১৪৪৬

জাতীয়

মান্দায় ভুয়া চিকিৎসকের কারাদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৫
মান্দায় ভুয়া চিকিৎসকের কারাদণ্ড প্রতীকী

নওগাঁ: নওগাঁর মান্দায় মিজানুর রহমান (৩৪) নামে এক ভুয়া চিকিৎসককে এক বছরের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।  
 
বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুর রহিম এ আদেশ দেন।

 
 
এর আগে, সকালে মিজানুরকে প্রসাদপুর বাজারের ফয়সাল ক্লিনিক নামে একটি  বেসরকারি চিকিৎসা কেন্দ্র থেকে আটক করে পুলিশ।  
 
মিজানুর নওগাঁ সদর উপজেলার কুজাপাড়া গ্রামের আব্দুস সাত্তারের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে নিজেকে চিকিৎসক পরিচয় দিয়ে ফয়সাল ক্লিনিকে কর্মরত ছিলেন।  
 
মান্দা থানার পরিদর্শক (ওসি) মোজাফফর হোসেন বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, সকালে ফয়সাল ক্লিনিকে মিজানুর এক রোগীর অস্ত্রপচার করছিলেন। এ সময় স্থানীয়দের কাছে অভিযোগ পেয়ে ইউএনও আব্দুর রহিম সেখানে অভিযান চালান।  
 
অভিযানকালে মিজানুর চিকিৎসক হিসেবে কোনো বৈধ কাগজপত্র দেখাতে ব্যর্থ হন। এতে তাকে আটক করা হয়।  
 
পরে, ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন ইউএনও। একই সঙ্গে ফয়সাল ক্লিনিক বন্ধের নির্দেশ দেন তিনি।  
 
দণ্ডপ্রাপ্ত মিজানুরকে বিকেলে নওগাঁ জেলা কারাগারে পাঠানো হয়েছে বলে জানান ওসি।
 
বাংলাদেশ সময়: ১৯৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।