ঢাকা: জীবন রক্ষাকারী ওষুধের মূল্যবৃদ্ধির অনুমতি আছে কি-না, তা প্রতিবেদন আকারে আদালতে দাখিল করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
ভোক্তা অধিকার সংরক্ষণ পরিদফতরের মহাপরিচালককে এ প্রতিবেদন দিতে বলা হয়েছে।
এ বিষয়ে করা এক রিটের শুনানি নিয়ে বুধবার (২৫ ফেব্রুয়ারি) বিচারপতি মো. রেজাউল হাসান ও বিচারপতি ফরিদ আহমেদের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
এছাড়া সাতদিনের মধ্যে ন্যাশনাল ড্রাগ অ্যাডভাইজারি কাউন্সিলকে এসব ওষুধের সর্বোচ্চ দাম নির্ধারণ করে দেওয়া গেজেট আদালতে জমা দিতে বলা হয়েছে। গেজেট করা না হলে আইন অনুসারে তা না করার কারণ এভিডেভিট আকারে জানাতে নির্দেশ দেওয়া হয়েছে।
একইসঙ্গে ওষুধের মূল্যবৃদ্ধি সংক্রান্ত বিষয়ে ভোক্তা অধিকার পরিদফতর ও ওষুধ প্রশাসন পরিদফতরের ৫ বছরের কার্যক্রমের প্রতিবেদনও আদালতে দাখিল করতে ভোক্তা অধিকার পরিদফতরের মহাপরিচালক ও ওষুধ প্রশাসন পরিদফতরের পরিচালককে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
জনস্বার্থে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের পক্ষে এ রিট আবেদনটি দায়ের করা হয়। ১২ জানুয়ারি এ রিটের শুনানি নিয়ে ওষুধের মূল্যবৃদ্ধিকে কেন বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চান আদালত। একইসঙ্গে ড্রাগ নিয়ন্ত্রণ কমিটির তালিকা ৭ দিনের মধ্যে আদালতে দিতে স্বাস্থ্য সচিবকে নির্দেশ দেওয়া হয়। এ আদেশ বাস্তবায়িত না হওয়ায় নতুন করে তাদেরকে ৭ দিনের সময় দেওয়া হয়।
বাংলাদেশ সময়: ২০৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৫