জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি)পরিবহন চত্ত্বরে দাঁড়িয়ে থাকা দু’টি বাসে পেট্রোল বোমা নিক্ষেপ করেছে হরতাল-অবরোধ সমর্থকরা।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের বিশমাইল এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ৯টার দিকে মোটরসাইকেলে করে দুই যুবক বিশ্ববিদ্যালয়ের বিশমাইলের পরিবহন চত্ত্বরে এসে দাঁড়িয়ে থাকা প্রধানমন্ত্রীর উপহার দেওয়া দু’টি বাসে পেট্রোল বোমা ছুড়ে মারে। স্থানীয়রা ধাওয়া দিলে দুর্বৃত্তরা পালিয়ে যায়।
স্থানীয়দের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এ সময় একটি বাসের ছয়টি আসন পুড়ে গেলেও অন্য বাসের কোনো ক্ষতি হয়নি।
খবর পেয়ে উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলামসহ প্রশাসনের লোকজন ঘটনাস্থল পরিদর্শন করেন।
এ সময় প্রশাসনকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আবু বকর সিদ্দিক।
বাংলাদেশ সময়: ২২০৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৫