ঢাকা: রাজধানীর মোহাম্মদপুরের একটি বাড়ি থেকে রমজান (২৪) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) সন্ধ্যার পর মোহাম্মদপুরের বিজলি মহল্লার ২৪/১৩ নম্বর বাড়ি থেকে লাশটি উদ্ধার করা হয়।
উদ্ধারের সময় লাশটির গলায় ধারালো অস্ত্রের দাগ রয়েছে বলে জানায় পুলিশ। রমজান একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন বলে জানা যায়।
মোহাম্মদপুর থানার উপ পরিদর্শক (এসআই) সোলেমান লাশ উদ্ধারের ব্যাপারটি নিশ্চিত করেন। এ ঘটনায় রমজানের রুমমেট পলাতক রয়েছে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ২৩৫২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৫