ঢাকা, রবিবার, ১৯ মাঘ ১৪৩১, ০২ ফেব্রুয়ারি ২০২৫, ০২ শাবান ১৪৪৬

জাতীয়

রূপগঞ্জে বাসে অগ্নিসংযোগের ঘটনায় মামলা

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৫
রূপগঞ্জে বাসে অগ্নিসংযোগের ঘটনায় মামলা

রূপগঞ্জ (নারায়নগঞ্জ): নারায়ণগঞ্জের রূপগঞ্জে আশিয়ান পরিবহনের বাসে অগ্নিসংযোগ ও হেলপারসহ তিনজন দগ্ধ হওয়ার ঘটনায় রূপগঞ্জ থানায় মামলা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকালে বাস মালিক সোহরাব হোসেন বাদী হয়ে মামলাটি করেন।



মামলায় তিনজনের নাম উল্লেখ করে আট/১০ জনকে অজ্ঞাত আসামি করা হয়।

মামলার বিষয়টি নিশ্চিত হয়ে রূপগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মুরাদ আলী বাংলানিউজকে জানান, বুধবার (২৫ ফেব্রুয়ারি) ভোর সোয়া তিনটার দিকে সাওঘাট এলাকার ঢাকা-সিলেট মহাসড়কের বিসমিল্লাহ ফিলিং স্টেশনের পাশের একটি স্থানে আশিয়ান পরিবহনের (ঢাকা মেট্রো জ ১১-১১৬৪) পার্ক করা বাসে আগুন দেন দুর্বৃত্তরা।

এতে বাসের ভেতরে ঘুমিয়ে থাকা হেলপার মাইনউদ্দিন, শাকিল ও ইয়াছিন মিয়া অগ্নিদগ্ধ হন। এদের মধ্যে ইয়াছিন মিয়া ও শাকিল মিয়াকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটে ভর্তি করা হয়।

এ অভিযোগ এনে বাস মালিক সোহরাব হোসেন বাদী হয়ে মামলা দায়ের করেন। ঘটনার সঙ্গে জড়িতদের আটকের চেষ্টা চলছে বলে জানান এসআই।

বাংলাদেশ সময়: ১১৪৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।