চান্দিনা (কুমিল্লা): কুমিল্লার চান্দিনা উপজেলার দোতলা এলাকায় বাসের চাপায় সিএনজিচালিত অটোরিকশার অজ্ঞাতপরিচয় (৩০) এক নারী যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় শিশুসহ আহত হয়েছে দু’জন।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
তাৎক্ষণিকভাবে নিহত ও আহত দু’জনের নামপরিচয় জানা যায়নি।
কুমিল্লা হাইওয়ে পুলিশ ইলিয়টগঞ্জ ফাঁড়ির উপ পরিদর্শক (এসআই) আব্দুর রশিদ বাংলাদেশ জানান, দুপুরে মাধাইয়া থেকে ছেড়ে আসা একটি সিএনজিচালিত অটোরিকশা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা উপজেলার দোতলা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বাস সেটাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই এক নারী নিহত হন। এসময় আহত হয় নিহতের মেয়ে শিশু ও অটোরিকশা চালক।
ঘটনার পরপর বাসটি দ্রুত পালিয়ে যায়। দুর্ঘটনা কবলিত সিএনজি অটোরিকশাটি ও নিহতের মৃতদেহ উদ্ধার করে ফাঁড়িতে নেওয়া হচ্ছে বলে জানান এসআই।
বাংলাদেশ সময়: ১৫০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৫