ঢাকা, রবিবার, ১৯ মাঘ ১৪৩১, ০২ ফেব্রুয়ারি ২০২৫, ০২ শাবান ১৪৪৬

জাতীয়

বগুড়ায় পলাতক আসামি হবিগঞ্জে গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৫
বগুড়ায় পলাতক আসামি হবিগঞ্জে গ্রেফতার ছবি: প্রতীকী

হবিগঞ্জ: বগুড়ার কাহালু থেকে ৭০ হাজার রাউন্ড তাজা গুলি উদ্ধারের ঘটনায় দায়ের হওয়া চারটি মামলায় গ্রেফতারি পরোয়ানভুক্ত আসামি ট্রাকচালক আশীষ দেব বর্মাকে (৩৫) ১১ বছর আট মাস পর গ্রেফতার করেছে হবিগঞ্জের চুনারুঘাট থানা পুলিশ।
 
বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) দুপুর সোয়া ১টার দিকে হবিগঞ্জ পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।



তাকে বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাত ২টার দিকে চুনারুঘাট উপজেলার সাতছড়ি ফরেস্ট বস্তি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
   
গ্রেফতার আশীষ সাতছড়ি ফারেস্ট বস্তি এলাকার সচিন্দ্র দেব বর্মার ছেলে।
 
সংবাদ সম্মেলনে সহকারী পুলিশ সুপার (সদর) মাসুদুর রহমান মনির জানান, ২০০৩ সালের ২৮ জুন বগুড়া জেলার কাহালু থানা এলাকা থেকে একটি ট্রাকের মধ্যে আনারস দ্বারা আবৃত অবস্থায় ৭০ হাজার রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়। যা ওই সময় সারাদেশে আলোড়ন সৃষ্টি করে।
 
ট্রাকটি আটকের পর এর চালক আশীষসহ অন্যরা পালিয়ে যান। গুলি উদ্ধারের ঘটনায় ওইদিনই অস্ত্র আইনের ৯ (চ), বিস্ফোরক আইনের ৪ ধারায় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে কাহালু থানায় চারটি মামলা দায়ের করে পুলিশ।
 
ওই মামলায় ট্রাক চালক আশীষসহ অন্য সহযোগিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত।
 
চুনারুঘাট থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে সাতছড়ি ফরেস্ট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
 
বাংলাদেশ সময়: ১৫৪৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।