সিলেট: সিলেটে বাস চাপায় নাছির আহমদ (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বেলা আড়াইটায় সিলেট-ঢাকা মহাসড়কের দক্ষিণ সুরমার অতিরবাড়িতে এ দুর্ঘটনা ঘটে।
নিহত নাছির আহমদ সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার পরেরপার গ্রামের আতাউর রহমানের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, নাছির আহমদসহ ১০ থেকে ১২ জন যুবক দক্ষিণ সুরমার চাপড়া বিলে মাটি কাটার কাজ করতে আসেন। বেলা আড়াইটার দিকে রাস্তা পারাপারের সময় সিলেটগামী যাত্রীবাহী এনা পরিবহন তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। দুর্ঘটনায় ওই যুবক ঘটনাস্থলে মারা যান।
সিলেট মহানগরীর দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল ফজল বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করে বলেন, লাশ উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। তবে বাসটি আটক করা যায়নি।
বাংলাদেশ সময়: ১৬৪৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৫