পাথরঘাটা (বরগুনা): নাশকতার পরিকল্পনাকালে বরগুনার পাথরঘাটা পৌরসভার পাঁচ নম্বর ওয়ার্ডের বাড়ি থেকে আবদুস ছাত্তার গোলদার (৩৭) নামে এক জামায়াত কর্মীকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১২টার দিকে তাকে আটক করা হয়।
পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জি এম শাহনেওয়াজ বাংলানিউজকে বলেন, দুপুরে আবদুস ছাত্তারের বাড়িতে বসে নাশকতার পরিকল্পনা করছিল কয়েকজন জামায়াত কর্মী। খবর পেয়ে পুলিশ সেখানে অভিযানে যায়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে বাকিরা পালিয়ে গেলেও আবদুস ছাত্তার আটক হন।
বাংলাদেশ সময়: ১৭১৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৫