ঢাকা, রবিবার, ১৯ মাঘ ১৪৩১, ০২ ফেব্রুয়ারি ২০২৫, ০২ শাবান ১৪৪৬

জাতীয়

পাথরঘাটায় জামায়াত কর্মী আটক

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৫
পাথরঘাটায় জামায়াত কর্মী আটক ছবি: প্রতীকী

পাথরঘাটা (বরগুনা): নাশকতার পরিকল্পনাকালে বরগুনার পাথরঘাটা পৌরসভার পাঁচ নম্বর ওয়ার্ডের বাড়ি থেকে আবদুস ছাত্তার গোলদার (৩৭) নামে এক জামায়াত কর্মীকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১২টার দিকে তাকে আটক করা হয়।



পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জি এম শাহনেওয়াজ বাংলানিউজকে বলেন, দুপুরে আবদুস ছাত্তারের বাড়িতে বসে নাশকতার পরিকল্পনা করছিল কয়েকজন জামায়াত কর্মী। খবর পেয়ে পুলিশ সেখানে অভিযানে যায়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে বাকিরা পালিয়ে গেলেও আবদুস ছাত্তার আটক হন।

বাংলাদেশ সময়: ১৭১৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।