ঢাকা, রবিবার, ১৯ মাঘ ১৪৩১, ০২ ফেব্রুয়ারি ২০২৫, ০২ শাবান ১৪৪৬

জাতীয়

নৌ-বাহিনীকে মুক্তিযুদ্ধে ব্যবহৃত জাহাজের রেপ্লিকা হস্তান্তর

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৫
নৌ-বাহিনীকে মুক্তিযুদ্ধে ব্যবহৃত জাহাজের রেপ্লিকা হস্তান্তর ছবি: সংগৃহীত

ঢাকা: ১৯৭১ সালের মহান স্বাধীনতাযুদ্ধে ব্যবহৃত আইএনএস ভিকরান্তের একটি রেপ্লিকা মুক্তিযুদ্ধ জাদুঘরে হস্তান্তর করেছে ভারত।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সফররত ভারতীয় নৌবাহিনী প্রধান এডমিরাল আর কে ধওয়ান ঢাকা সেনানিবাসস্থ সশস্ত্র বাহিনী বিভাগে এ রেপ্লিকা তুলে দেন।



মুক্তিযুদ্ধ জাদুঘরের ‍ট্রাস্টি ও সদস্য সচিব জিয়াউদ্দিন তারিক আলী এবং ট্রাস্টি হোসাইন আকতার চৌধুরী রেপ্লিকাটি গ্রহণ করেন।

আন্ত‍ঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো এক বিবৃতিতে বিষয়টি জানানো হয়।

এতে বলা হয়, মুক্তিযুদ্ধের স্মৃতি বিজরিত নৌ জাহাজের রেপ্লিকাটি ভারতের উপহার স্বরূপ স্মৃতি হিসেবে মুক্তিযুদ্ধ যাদুঘরে সংরক্ষণের জন্য দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭২৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।