ঈশ্বরদী(পাবনা) : পাবনার ঈশ্বরদীর পাকশী হার্ডিঞ্জ ব্রিজ এলাকায় ডিলু মণ্ডল (৫৫) নামে এক মানসিক প্রতিবন্ধী ব্যক্তির মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুর ৩টার দিকে মৃতদেহ উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, ডিলু মণ্ডল পাকশী হার্ডিঞ্জ ব্রিজ এলাকার একটি দোকানে থাকতেন। দুপুরে পাকশী রেল স্টেশনে তার মৃতদেহ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন মৃতদেহটি উদ্ধার করে দিয়াড় বাঘইল গ্রামে তার বাড়িতে পৌঁছে দেয়।
খবর পেয়ে ঈশ্বরদী থানার উপপরিদর্শক (এসআই) ইব্রাহিম হোসেন ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করেন।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিমান কুমার দাশ বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৭৪৯ ঘণ্টা, ফেব্রুয়ারী ২৬, ২০১৫