গাইবান্ধা: কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গাইবান্ধায় বিক্ষোভ মিছিল করেছে বিএনপির নেতৃত্বাধীন ২০দলীয় জোট।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে স্থানীয় প্রেসক্লাব চত্বর থেকে মিছিল বের করে জোটের নেতাকর্মীরা।
মিছিলে অংশ নেন, জেলা বিএনপির সহ সভাপতি মাহামুদুন্নবী টিটুল, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিজানুর রহমান মিজান, প্রচার সম্পাদক মমতাজুল ইসলাম খামারী, কৃষকদলের আহ্বায়ক ইলিয়াছ হোসেন, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট হানিফ বেলাল, সাইদুর রহমান মাস্টার, মোখলেছুর রহমান মাজু, জার্জিজ আলম মঞ্জু, রুবী বেগম, জহুরুল ইসলাম, শহিদুল ইসলাম ভুট্টু প্রমুখ।
মিছিল থেকে খালেদা জিয়ার বিরুদ্ধে হয়রানিমূলক গ্রেফতারি পরোয়ানা প্রত্যাহার, সারাদেশে জোটের নেতাকর্মীদের হত্যা-গুম-নির্যাতন বন্ধ ও সব রাজবন্দীদের মুক্তি দাবিতে বিভিন্ন স্লোগান দেওয়া হয়।
বাংলাদেশ সময়: ১৮১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৫