বরিশাল: বরিশালে জুয়েল হাওলাদার (২৮) নামে এক মাদক ব্যবসায়ীকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে বরিশালের জন নিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক আলী হায়দার এ আদেশ দেন।
দণ্ডপ্রাপ্ত জুয়েল বরিশাল মহানগরের কাউনিয়া এলাকার সেলিম মিয়ার বাসার ভাড়াটিয়া।
জন নিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনালের পিপি অ্যাডভোকেট লস্কর নূরুল হক মামলার বিবরণে জানান, ২০১৩ সালের ৫ ফেব্রুয়ারি নগরের শহীদ খান রিন্টু সড়ক থেকে ১০ বোতল ফেনসিডিল ও একটি মোটরসাইকেলসহ জুয়েলকে আটক করা হয়।
এ ঘটনায় ওই দিন ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) জাহিদুল ইসলাম বাদী হয়ে কোতোয়ালি মডেল থানায় একটি মামলা দায়ের করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই বৈতী বিশ্বাস একই বছরের মার্চ মাসের ১৩ তারিখে আদালতে তদন্ত প্রতিবেদন জমা দেন।
আদালত ১৩ জন সাক্ষীর মধ্যে সাত জনের সাক্ষ্য গ্রহণ করে। সাক্ষ্যগ্রহণ শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় জুয়েলকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ছয় মাসের সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
বাংলাদেশ সময়: ১৮৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৫