ঢাকা, রবিবার, ১৯ মাঘ ১৪৩১, ০২ ফেব্রুয়ারি ২০২৫, ০২ শাবান ১৪৪৬

জাতীয়

মন্ত্রীর গাড়ির চাকা ফুটো!

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৫
মন্ত্রীর গাড়ির চাকা ফুটো! মুজিবুল হক চুন্নু

ঢাকা: বিকট শব্দ, বিস্ফোরিত হয়েছে মন্ত্রীর গাড়ির চাকা। সঙ্গে সঙ্গেই পুলিশের ছোটাছুটি।



না বোমা নয়, অন্য গাড়ির ধাক্কায় প্রতিমন্ত্রীর গাড়ির ডান পাশ ভেঙ্গে এই চাকা বিস্ফোরিত হয়। তবে অক্ষত ছিলেন প্রতিমন্ত্রী।

আচমকা ধাক্কায় গাড়ির চাকা ফেটে গেলেও চালকের বোকামির জন্য উত্তেজিত হননি শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু। ‘ড্রাইভার নতুন’ তাই তৎক্ষণাৎ তাকে ক্ষমাও করে দেন মন্ত্রী। অন্য গাড়িতে করে ফেরেন বাসায়।  

বৃহস্পতিবার বিকেল পৌনে চারটার দিকে সচিবালয় থেকে বেরিয়ে মিন্টু রোডের দিকে যাচ্ছিলেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু।

জাতীয় প্রেসক্লাবের কাছে কদম ফোয়ারা পার হয়ে হাইকোর্টের গেটের সামান্য আগে ভিড়ের কারণে গাড়িটির গতি কমে যায়। ওই সময় ডান পাশ দিয়ে আরেকটি গাড়ি বের হবার চেষ্টা করে। আর তাতেই এই দুর্ঘটনা।

রাতে প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু বাংলানিউজকে বলেন, আমার কোনো ক্ষতি হয়নি। গাড়ির ডান পাশের চাকা ফেটে যায়। চালক নতুন বিষয়টি সার্জেন্টকে জানিয়েছি।  

মন্ত্রীর গাড়িতে ধাক্কা দেয়া গাড়িটি ছিলো একটি প্রাইভেট কার (গাজীপুর-ট-১১-০০৪৯)। মন্ত্রী ক্ষমা করে দিলেও পুলিশ চালকসহ গাড়িটিকে আটক করে শাহবাগ থানায় নিয়ে যায়।

বাংলাদেশ সময়: ২১২২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।