ঢাকা, রবিবার, ১৯ মাঘ ১৪৩১, ০২ ফেব্রুয়ারি ২০২৫, ০২ শাবান ১৪৪৬

জাতীয়

ভৈরবে পৌঁছেছে আব্দুর রউফের মরদেহ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৫
ভৈরবে পৌঁছেছে আব্দুর রউফের মরদেহ

কিশোরগঞ্জ: আগরতলা ষড়যন্ত্র মামলার অন্যতম আসামি কমান্ডার আব্দুর রউফের (৮২) মরদেহ তার গ্রামের বাড়ি ভৈরবে পৌঁছছে।
 
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দুপুর পৌনে ১টার দিকে ঢাকায় সম্মিলিত সামরিক হাসপাতাল থেকে ভৈরবের নিজ বাড়িতে এসে পৌঁছে তার মরদেহ।



এরআগে ভোর ৫টায় সম্মিলিত সামরিক হাসপাতালে মৃত্যু হয় তার।

বাদ জুমা মরহুমের প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হবে ভৈরব উপজেলার ভৈরবপুর ঈদগাহ মাঠে।

পরে তার মরদেহ নিয়ে যাওয়া হবে ঢাকায়। ঢাকার মহাখালীতে দ্বিতীয় জানাজা শেষে তাকে বনানীর সামরিক কবরস্থানে দাফন করা হবে।

বাংলানিউজকে এসব তথ্য নিশ্চিত করেন ভৈরব প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও কমান্ডার আব্দুর রউফের চাচাতো ভাই আব্দুল্লাহ আল মনসুর।

বাংলাদেশ সময়: ১৩৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৫

** কমান্ডার আব্দুর রউফ আর নেই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।