ফেনী: ফেনীর ছাগলনাইয়া থেকে ২৫ লাখ ৪০ হাজার দুইশ টাকা মূল্যের বিভিন্ন ভারতীয় পণ্যসহ এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) ভোরে ছাগলনাইয়া পৌরসভার যশপুর সীমান্ত এলাকার একটি ধানক্ষেত থেকে এসব ভারতীয় পণ্য উদ্ধার করা হয়।
এ সময় আনোয়ার হোসেন নামে এক যুবককে আটক করা হয়। তিনি ছাগলনাইয়া পৌরসভার দক্ষিণ সতর গ্রামের মৃত মজিবুল হকের ছেলে।
উদ্ধারকৃত পণ্যের মধ্যে রয়েছে, দুই হাজার ছয়শ ৩০ মিটার শার্টের কাপড়, একশ ১২টি সিল্ক শাড়ি, ২০টি রিসিভার সেট, ৯৯ হাজার চারশ চিরাটন ট্যাবলেট ও এক হাজার শক্তিবর্ধক ক্যাপাকট ইনজেকশন।
ফেনীর জয়লস্কর-৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আহমেদ যোবায়ের আলম খান এ তথ্য বাংলানিউজকে নিশ্চিত করেন।
বাংলাদেশ সময়: ১৪১৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৫