ঢাকা: ধানমন্ডির একটি বেসরকারি বিদ্যালয়ের ভেতর থেকে পাঁচটি ককটেল সদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ। এদিকে এ ঘটনায় বন্ধ রয়েছে বিদ্যালয়ের কার্যক্রম।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সকাল ৭টায় ককটেল সদৃশ বস্তুগুলো বিদ্যালয়ের ভেতরে প্রবেশ পথের কাছ থেকে উদ্ধার করা হয়।
ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বক্কর সিদ্দিক বাংলানিউজকে জানান, ধানমন্ডির কাকলি স্কুলের প্রবেশ পথে ককটেল রয়েছে এমন খবর পেয়ে পুলিশ সকাল ৭টায় সেখানে যায়। ঘটনাস্থলে গিয়ে দেখা যায় একটি বাজারের ব্যাগের মধ্যে ককটেল সদৃশ স্কসটেপ মোড়ানো পাঁচটি বস্তু রয়েছে। পুলিশ সদস্যরা সতর্কতার সঙ্গে সেগুলো উদ্ধার করে থানায় নিয়ে আসেন। পরে এগুলো খুলে দেখা যায় ভিতরে কোনো বিস্ফোরক নেই, শুধু বালু ভর্তি করা।
ওসি জানান, ধারণা করা হচ্ছে অবরোধ-হরতাল সমর্থনকারীরা আতঙ্ক তৈরি করতে এমনটি ঘটিয়েছে। এ ঘটনায় বিদ্যালয়ের অভ্যন্তরে আরও এমন কোনো বন্তু রয়েছে কিনা তা তল্লাশি চালিয়ে দেখা হচ্ছে। এ কারণে বিদ্যালয়ের কার্যক্রম বন্ধ করে শিক্ষার্থীদের ফেরত পাঠানো হয়েছে।
যে বা যারা আতঙ্ক তৈরি করতে এই কাজ করেছে তাদের খুঁজে বের করার চেষ্টা চলছে বলেও জানান ওসি।
ওই বিদ্যালয়ের এক শিক্ষার্থীর অভিবাবক ইউনুস খান বাংলানিউজকে জানান, ককটেল সদৃশ বস্তু উদ্ধারের ঘটনায় স্কুলের ক্লাস বন্ধ রয়েছে। আমি আমার সন্তানকে নিয়ে বাসায় চলে যাচ্ছি। অন্য অভিবাবকরাও চলে যাচ্ছেন তাদের সন্তানদের নিয়ে।
তিনি আরও বলেন, আগে আমাদের সন্তানের জীবনের নিরাপত্তা, তারপর অন্য সব। হরতাল-অবরোধের কারণে অন্য দিন তো ক্লাস হচ্ছে না। সে কারণে শুক্রবার ক্লাস করতে এসেছিল শিশুরা। কিন্তু সেটিও বন্ধ করে দেওয়া হচ্ছে। শিশুরা তো রাজনীতি করে না, তাদের কেন শিক্ষার অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে। আমরা চাই এর একটি সমাধান হোক।
বাংলাদেশ সময়: ১৫৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৫